স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাগলনাইয়া পৌর যুব সংহতির উদ্যোগে শনিবার (১ জুলাই) ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর জাতীয় যুব সংহতির কার্যালয়ে আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলা উদ্দিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ ও ছাগলনাইয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোক্তার হোসেন মজুমদার।
ছাগলনাইয়া পৌর জাতীয় যুব সংহতির সভাপতি আশ্রাফুল আলম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাঁর বক্তব্যে বলেন-জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ বির্নিমান করে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশে সন্ত্রাস ছিলো না এবং দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নিয়ন্ত্রনে ছিলো। এছাড়া দেশে রেকর্ড সংখ্যক উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির এসব কর্মকাণ্ড বাংলার মানুষের সামনে তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তাহলে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি প্রয়াত মুজিবুর রহমান বাবুল এর বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর পরিবারের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”