ছাগলনাইয়া প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়ায় ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করে স্থানীয় মেম্বারের কাছে বিচার চাইলে তার কার্যালয়েই ছুরিকাঘাত করে রবিউল হক শাহেদ নামে তরুণকে হত্যা করা হয়েছে। রবিউল হক শাহেদ হত্যার সাথে জনপ্রতিনিধিরা জড়িত বলে উল্লেখ করে তাদের বিচার চাইলেন তার মা বিবি মরিয়ম । তিনি বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ ও জনপ্রতিনিধিদের ভুমিকা রহস্যজনক।
রোববার (২ জুলাই) বিকেলে রবিউল হক শাহেদ এর হত্যাকান্ডে জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মজীবী নারী -ছাগলনাইয়া শাখার আয়োজনে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিরিন আক্তার এমপি। এ ছাড়া রোববার সকালে তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে নিহতের বাড়ীতে গিয়ে পরিবারকে সমবেদনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, আজকে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। কিন্তু তারপরও মা-বাবার সামনে নিরীহ মানুষ খুন হচ্ছে। খুন ও ইভটিজিং আজকে সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সামাজিকভাবে সচেতন হয়ে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সামাজিক ব্যাধি দূর করতে হবে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাই আমি শাহেদকে নির্মম হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমি অংশ নিয়েছি। এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিরিন আক্তার এমপি আরও বলেন – সামনে জাতীয় নির্বাচন আসছে। এই নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু নিয়ম মেনে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কেউ নির্বাচন রুখতে পারবে না।
নিহত রবিউল হক শাহেদ এর মা বিবি মরিয়ম বলেন- দুইজন মেম্বারের চোখের সামনে আমার ছেলেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা সরকার দলীয় নেতাদের লোকজন। নেতারাই তাদের লালন পালন করেন। আমার ছেলে হত্যার আজ তিন দিন হলেও চেয়ারম্যান-মেম্বার কেউ আমার পরিবারের খবর নেয়নি।
আমি একজন নিরীহ খেটে খাওয়া মানুষ। বড় আশা ছিলো ছেলে বড় হয়ে পরিবারের হাল ধরবে। কিন্তু আমার ছেলেকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন- চেয়ারম্যান মেম্বাররা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অথচ আমি একজন নিরীহ মানুষ, আমার ছেলেকে মেম্বার এর সামনেই নির্মম ছুরিকাঘাত করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
কর্মজীবী নারী আন্দোলন শাখার সমন্বয়ক মাহমুদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কর্মজীবী নারী আন্দোলন কেন্দ্রীয় নেত্রী আনজুমান আরা, ছাগলনাইয়া উপজেলার সমন্বয়ক রোকেয়া সুলতানা আঞ্জু ও নিহত শাহেদ এর মা বিবি মরিয়ম প্রমুখ।
বিপুল সংখ্যক কর্মজীবী নারী আন্দোলনের কর্মী সমর্থক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ছাগলনাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নিহত তরুণের নাম রবিউল হক ওরফে শাহেদ (২০) এক্সকাভেটরচালকের সহকারীর কাজ করতেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে রবিউল হক ছোট বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার বিকেলে শুভপুর ইউনিয়নের শমসের গাজীর দীঘি এলাকায় বেড়াতে যান। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েক তরুণ রবিউলের ছোট বোনকে উত্ত্যক্ত করেন। রবিউল তখন প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হন। এ নিয়ে একপর্যায়ে তর্কাতর্কি হয়।
সেখান থেকে ফিরে শুভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য ফজলুর রহমানের কাছে বিচার দেন রবিউল। ইউপি সদস্য উভয় পক্ষকে সন্ধ্যায় শুভপুর বাজারে ব্যক্তিগত কার্যালয়ে ডাকেন। সেখানে যাওয়ার পর রবিউলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত তরুণেরা। একপর্যায়ে রবিউলকে উপর্যুপরি বুকে ছুরিকাঘাত করা হয়। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
এদিকে হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া করে হামলাকারী যুবকসহ ১০ জনকে আটক করে পুলিশে খবর দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিষয়টি জানতে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) ফজলুর রহমান সজীবের যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটকদের নাম ও পরিচয় আপাতত জানানো যাচ্ছে না। এলাকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
ছাগননাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, এ ঘটনায় নিহতের মা মরিয়ম ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন