নিজস্ব প্রতিবেদক:
ফেনী প্রেসক্লাবের পুনঃসংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, আগামীর নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। বিএনপিও এ নির্বাচনে অংশ নিবে। আন্দোলনের নামে হত্যা, জ্বালাও পোড়াও সহিংসতা ফেনীতে মেনে নেয়া হবে না। কেউ যদি শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে চায় তাতে কোন বাধা দেওয়া হবে না। জনপ্রতিনিধি হিসেবে আমরা ফেনীতে শান্তি চাই। কেউ অশান্তি করতে চাইলে ছেড়ে দেওয়া হবে না।
ফেনীর প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে সোমবার (১০ জুলাই) বিকেলে প্রেসক্লাব নতুন করে সংস্কারের পর উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না, স্থানীয় দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মো: আরিফুর রহমান, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এস এ টিভি প্রতিনিধি মাইনুল রাসেল,দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আক্তার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন,সাপ্তাহিক ফেনী সমাচারের সম্পাদক মো: মুহিব্বুল্লাহ ফরহাদ প্রমূখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, আমি চাই সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে যাতে ক্লাবে বসতে পারেন। এমন উদ্যোগের জন্য মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমি কখনো প্রেসক্লাবের সদস্য হবো না, তবে সকল কাজে আমি পিছন থেকে সহযোগিতা করবো। কখনোই সামনে আসব না। সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চেষ্টা করি আপনাদের মনোমালিন্য মিটিয়ে দিতে।
এসময় তিনি আরও বলেন, আগামীর নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। বিএনপিও এ নির্বাচনে অংশ নিবে। আন্দোলনের নামে হত্যা, জ্বালাও পোড়াও, ভাংচুর সহিংসা ফেনীতে মেনে নেওয়া হবে না। কেউ যদি শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে চায় তাতে কোন বাধা দেয়া হবে না।
তিনি অনুষ্ঠানে ব্যক্তিগত পক্ষ থেকে ক্লাবের জন্য ২টি এসি এবং ফার্ণিচার দেয়ার ঘোষণা দেন। সুন্দর পরিবেশ করে দেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানান তিনি।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর উন্নয়নে সাংসদের ভূমিকা তুলে ধরে মেয়র বলেন, এতো কিছুর কারিগর আজকের এই সাংসদের। আমরা শুধু কিছু কাজ করছি। তাঁর পরামর্শেই আমরা কাজ করছি। গণমাধ্যমকর্মী আমাদের পাশে থাকলে কাজে সাহস ও অনুপ্রেরণা যোগায়। ফেনীকে শান্তিপূর্ণ রাখতে হলে নিজাম হাজারীর বিকল্প নেই। অতীতে সাংবাদিকদের অনেক নির্যাতনের ইতিহাস আছে। কিন্তু বর্তমান সাংসদের সময়েই সবাই শান্তিপূর্ণভাবে রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”