স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়ে হতদরিদ্র কন্যাদায়গ্রস্থ আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা মা ঘর উপহার পেলেন। চার মাস যাবৎ তহবিল সংগ্রহের মাধ্যমে এই অসহায় এই বৃদ্ধার জন্য একটি সেমি পাকা টিনের ঘর সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। গতকাল বুধবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল নতুন ঘরটি উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল সাংবাদিক সৌরভ পাটোয়ারীর এমন মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয় উল্লেখ করে তার এই উদ্যোগে এগিয়ে এসে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কাজে সমাজের বিত্তবানসহ সবাই এগিয়ে এলে দেশ আরো দ্রুত সমৃদ্ধ হবে। তিনি বলেন, এরকম অসহায়দের সাহায্যে যে কেউ যেকোনো উদ্যোগ নিলে আমি এই উদ্যোগে সাড়া দেবো এবং পাশে থাকবো। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই দেশে কেউ গৃহহীন থাকবে না। ফেনীতেও নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে রেকর্ড সংখ্যক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে।
এসময় পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন ভূঞা, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলা নিউজের জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সহ-সম্পাদক মরন চন্দ্র শীল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার শামীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রেমু, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ঘরটি উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই বৃদ্ধার গৃহের আসবাবপত্রের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”