স্টাফ রিপোর্টার:
ফেনী লিও ক্লাবের উদ্যোগে ফুলগাজীর আনন্দপুর নুরুজ্জামান ভূঁইয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে “ফুড ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কাপড় ও গাছের চারা বিতরণ এবং মাদ্রাসা মাঠে ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ফেনীর সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর কাউন্সিল অব চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া। ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর ফেনী ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপার্সন একেএম রফিকুল হক নিপু, লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন আব্দুর রহমান সুজন, লায়ন্স প্রেসিডেন্ট আলহাজ্ব মো. শহীদুল আলম ভূঁইয়া, সেক্রেটারী অ্যাডভোকেট এম শাহাজাহান সাজু, জয়েন্ট ট্রেজারার তোফায়েল আহমেদ রনি, লায়ন আরিফুল হক, লায়ন আব্দুল কাদের সম্রাট। ক্লাব সেক্রেটারী লিও মোজাম্মেল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন,ফেনী লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ফেনী লিও ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে ফেনী লিও ক্লাবের ১ম সহ-সভাপতি লিও ইউসুফ আহমেদ নিসাদসহ লায়ন্স, লিও, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদএমরান হোসেন। এদিকে একই অনুষ্ঠানে ফেনী লায়ন্স ক্লাবের উদ্যোগে অত্র মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির এক থান কাপড় ও গাছের চারা বিতরণ করেন এবং মাদ্রাসা মাঠে ফলজ বৃক্ষ চারা রোপণ করেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন