বিশেষ প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের উচ্চ পযার্য় থেকে দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দেয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর এলাকার অনিয়ম ও দুর্নীতিসহ কয়েকজন মন্ত্রী, এমপির দূর্নীতির ফাইলে স্বাক্ষর করায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে বদলী করা হয়েছে। দেশের সর্বোচ্চ পর্যায় থেকেই চলমান এই লুটপাট আর দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। এছাড়া বিএনপির শাসনামলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। জাতীয় পার্টি কখনো দুর্নীতি করেনি।
তিনি আরো বলেন- ওয়ান ইলেভেনের সময় দেশ অনেক ভালো চলছে, আইনশৃংখলা পরিস্থিতি অনেক ভালো ছিল।। কিন্তু এখন দুর্নীতিসহ কিশোর অপরাধ, ইভটিজিং ও অস্থিরতা বেড়ে গেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (১৪ জুলাই) ফেনী জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় পার্টির কোনো নেতা দুর্নীতি সাথে জড়িত নেই এবং পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে দেশের মানুষ ভালো ছিলো। এসব বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহবান জানান। ফেনী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মানু মিয়া পাটোয়ারী, আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক নুর আলম বাঁশি, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ খান, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন ও জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি আবদুর রহিম সোহেল প্রমুখ।
এসময় পরশুরাম উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, ফুলগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হানিফ, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সাধার সম্পাদক জাহাঙ্গীর আলম, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নুর নবী খোন্দকার, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন, জেলা জাতীয় মহিলা পাটির্র সাধারণ সম্পাদক শারমিন বেগম, কৃষক পার্টির সভাপতি জামাল উদ্দিনসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্তু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন