শহর প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের কবির ও আবুল কালাম কর্তৃক উত্তর ধর্মপুর জামে মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও মসজিদ পরিচালনা কমিটি। সোমবার (১৭ জুলাই) সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।
লিখিত বক্তব্যে মসজিদ কমিটির সভাপতি হাজী হাফেজ আহাম্মদ জানান, কবির ও আবুল কালাম ২০১৪ ও ২০১৮ সালে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতারের নাম বলে মসজিদের উত্তর দক্ষিনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের উদ্যোগ নেয়।মসজিদের উপকারের কথা ভেবে উক্ত উদ্যোগে এলাকাবাসী সাড়া দিয়ে ব্যাক্তিগত ভাবে সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে।যা প্রথম ও ২য় ধাপে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা উত্তোলন করে দেয়া হয়। রাস্তা করার কথা বলে এলাকাবাসীর মন জয় করে গণস্বাক্ষর আদায় করেন কালাম ও কবির। পরবর্তীতে সে স্বাক্ষর কাজে লাগিয়ে নিজেদের মসজিদ মক্তব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক করে মনগড়া কমিটি করে। পরবর্তীতে দায়িত্ব নিয়ে মসজিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করা শুরু করে।
তিনি বলেন, মসজিদের জায়গা বিক্রির বিষয়ে যে প্রতিবাদ করে তাকে এলাকাবাসী ও ভাইয়ে ভাইয়ের মধ্যে মামলা লাগিয়ে হেনস্তা করে। নিজেরা স্বাক্ষী হয়ে এসব মামলা সমাধান করে এবং এতেও কাজ না হলে নিজেরা ঘটনা সৃষ্টি করে এলাকাবাসী যে প্রতিবাদ করে তার নামে মামলা দায়ের করে। এখন পর্যন্ত অনেকগুলো মামলার বাদী হয়ে পরিচালনা করছেন বলে অভিযোগ করেন তারা।পাশাপাশি তাদের সন্ত্রাসী কার্যক্রম ও হুমকীতে গ্রামবাসীর অসহায়ত্ব তুলে ধরেন তারা।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বিগত ২ মে কবির ও কালামের কাছে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মসজিদের যাবতীয় আয় ব্যয়ের হিসাব চাইলে হিসাব দিবেনা বলে জানান তারা।এছাড়াও বাড়াবাড়ি করলে কুফিয়ে হত্যা ও বিস্ফোরক মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন কবির ও কালাম। যার ফলস্বরূপ গ্রামবাসী তাদের অবাঞ্চিত করে মসজিদের নতুন কমিটি গঠন করে। নতুন কমিটি এ বিষয়ে কবির ও কালামের জাল জালিয়াতির প্রতারণা মামলা ও হামলার বিষয়ে জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সভাপতি বলেন, পুলিশের আন্তরিকতায় নিরাপদে থাকলেও কবির ও কালাম বিনা কারনে হাসপাতালের চিকিৎসা স্লিফ ব্যবহার করে সমাজ ও গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। তারা জানান, মসজিদের মোট সম্পত্তি ২৮০ শতক এরমধ্যে কতটুক আত্মসাৎ হয়েছে তা জানা নেই।।মসজিদের দুরাবস্থা হলেও কবির ঘরে মদের আসর বসিয়ে ফূর্তি করে। এর আগেও কবির নিজের বাবার সম্পত্তি আত্মসাৎ করে পরবর্তীতে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে মামলা করে। কবির আগে আওয়ামী লীগ, জাসদ করলেও বর্তমানে বিএনপি করে এবং স্থানীয় ছাত্রলীগ নেতা রবিনকে মুঠোফোনে হুমকি দিতে গিয়ে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় তারা কবির ও কালামের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে মসজিদের আত্মসাৎকৃত সম্পত্তি আদালতের মাধ্যমে ফেরত দেয়ার দাবী জানান।
সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সদস্য আব্দুল লতিফ, মোঃ আনা মিয়া, আব্দুল হান্নান, আবদুল মান্নান, কাজী জয়নাল আবেদীন, শাহ আলম, নেজাম উদ্দিন, জাবের, গণিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত