বিশেষ প্রতিনিধি
ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত-১৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব এলাকা, খেজুর চত্বর ও ইসলামপুর রোডের মাথায় এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদপাত্রা এবং আওয়ামী লীগ উন্নয়ন-শান্তি শোভাযাত্রার নামে পাল্টাপাল্টি এই কর্মসূচি পালন করেছে।
প্রথম দফা সংঘর্ষ হয়েছে বিএনপি ও পুলিশের মধ্যে। দ্বিতীয় বার সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী। বিকেলে বিএনপির পদযাত্রা চলাকালে শেষ মহুর্তে শহরের ট্রাংক রোডের খেঁজুর চত্বরে ও ইসলামপুর রোডের মাথায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কয়েকটি টিয়ারসেল নিক্ষেপ করে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেন।
এ সময় একজন পুলিশ সদস্য, দুইজন সংবাদ কর্মী, কয়েকজন পথচারী ও বিএনপির কর্মী আহত হয়েছেন। এ সময় শহরের জিরো পয়েন্ট থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।তবে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
বিকেল ৪টার দিকে শহরের গ্র্যান্ড ট্রাংক রোডের দাউদপুর এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর নেতৃত্বে বিএনপির পদযাত্রা শুরু হয়। এতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পদযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাওয়ার ঘোষনা করা হলেও শহরের ট্রাংক রোডের খেঁজুর চত্বরে পৌঁছ হলে পুলিশ তাদের গতিপথ শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কের দিকে এবং পরে ইসলামপুর রোডের দিকে ঘুরিয়ে দেন। মিছিলের পেছনের অংশ খেঁজুর চত্বরে পৌঁছ হলে সে মহুর্তে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামপুর রোডের মোড়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের ধাক্কাধাক্কি, ধাওয়া পাল্টা ধাওয়ার ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ সময় বিএনপি কর্মীদের ধাওয়া করে। বিএনপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একই সময় পাশেই দোয়েল চত্বরে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির কর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ারসেলে অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দুই দিকে সরিয়ে দেয়। খেঁজুর চত্বর ছাড়াও শহরের শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কের গ্রীন টাওয়ার এলাকায় যুবদলের মিছিল পৌঁছ হলে সেখানে ৩-৪ টি ককটেল ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের পাশে বাঁশপাড়া ও খাজা আহম্মদ সড়কের মোড়ে হামলা ও পাল্টা হামলার চেষ্টা করা হলে পুলিশ উভয়পক্ষে দুই দিকে সরিয়ে দেয়।
বিএনপির পদযাত্রা শহরের ইসলামপুর রোডের দলীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়েছে।
বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের পৌরসভার চত্বর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তি মিছিল ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর হয়ে তাকিয়া রোডের মাথায় যায়। সেখান থেকে ফেরার পথে প্রেসক্লাবের পাশে খাজা আহম্মদ সড়কের মাথায় পৌঁছ হলে মিছিলের ওপর কে বা কাহারা একটি ককটেল নিক্ষেপ করে। এতে ৫-৬ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুমুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে ফেনী প্রেসক্লাব ভবনসহ আশপাশের কয়েকটি ভবনের দরজা জানালার কাচ ভাংচুর হয়। সড়কে থাকা কয়েকটি গাড়ীর কাচও ভাঙা হয়্। আতংকে সকল দোকানপাঠ ও যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ ছিল।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন জানান, উভয় সংঘর্ষে জেলা যুবদল নেতা হায়দার আলী রাসেল পাটোয়ারী, ছাত্রদল নেতা জাকির হোসেন রিয়াদ, ইব্রাহিম পাটোয়ারী ইবু, আবু তৈয়ব, আবদুর রহিম, আলা উদ্দিন, নুর তানজিলাসহ তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।
অপর দিকে ফেনী সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল দাবী করেন তাদের অন্তত ৩০ জন কর্মী আহত হয়েছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত সাংবাদিকরা হলেন মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, তোফায়েল আহমেদ নিলয়, নাজমুল হক শামীম, মোস্তাফিজ মুরাদ, রাসেল, দুলাল তালুকদার, আকাশ, মিরাজ মামুন ও কামরুল।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনসহ ১০-১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ থামাতে কত রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে তার গননা হয়নি।
বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশ টহল অব্যাহত রয়েছে। তাছাড়া পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন