ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ
বিশেষ প্রতিনিধি
ফেনীতে গত মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে পদযাত্রার সময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। এর একটি পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে ও অপরটি পুলিশের কর্তব্য কাজে ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। দুটি পৃথক মামলায় প্রতিটিতে ৮৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২ হাজার ব্যাক্তিকে আসামী করা হয়েছে। দুটি মামলার বাদী হয়েছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হায়াত উল্যা। মামলার আসামীরা সবাই বিএনপির নেতাকর্মী। তবে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করা হয়নি। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় এ দুটি মামলা রজু করা হয়েছে।
উল্লেখযোগ্য আসামীদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শামছুদ্দিন খোকন, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, ফেনী শহর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহবায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী,শরিফুল ইসলাম রাসেল, সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ মজুমদার, জুয়েল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ছাত্রদল নেতা তাজুল ইসলাম পাভেল, নজরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সবগুলি অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দকে আসামী করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বিএনপির পদযাত্রা কর্মসূচীর এক পর্যায়ে শহরের ইসলামপুর রোডের মাথায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এছাড়া তারা পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করেন। এ সময় ভাংচুর করা হয়। এতে সাধারণ পথচারী, ব্যবসায়ীদের ক্ষতি হয়। তাদের এসব কাজ থেকে নিবৃত করতে গিয়ে পুলিশকে কাঁদানের গ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনসহ পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মঙ্গলবারের বিএনপির পদযাত্রার ঘটনার সময় ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, কাজে বাধা, ভাংচুরের ঘটনায় ২টি পৃথক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কোন আসামীকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তার অভিযান চলবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন