স্টাফ রিপোর্টার:
ফেনীতে গত মঙ্গলবার বিকেলে বিএনপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় হাজারো নেতাকর্মীকে আসামী করায় গ্রেপ্তার এড়াতে ঘর ছাড়া হয়েছেন।
ঘটনার রাতেই পুলিশে পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলাতেই জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার , যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ সকল উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ ৮৮ জনের নাম ঠিকানা উল্লেখ করে এবং ১৫০০ থেকে ২০০০ জনকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে আসামী করা হয়েছে।
মামলায় যদিও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করা হয় নি। তবুও যে কোন মহুর্তে যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে। তা ছাড়া ২০০০ জনকে অজ্ঞাত আসামী করায় নেতাকর্মীদের মধ্যে সব চেয়ে বাড়ী আতঙ্ক বিরাজ করছে। কারন যে কোন সমস যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে।
গত মঙ্গলবার বিএনপির পদযাত্রার সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ০০ বাদী হয়ে এ দুটি পৃথক মামলা দায়ের করেন। দুটি মামলাতেই একই ব্যাক্তিদের আসামী করা হয়েছে। দুটি মামলাতেই ৮৮ জন করে আসামীর নাম ঠিকানা উল্লেখ এবং ১৫০০ থেকে ২০০০ জনকে অজ্ঞাত ব্যাক্তি হিসেবে আসামী করা হয়েছে। তবে দুটি মামলার একটি করা হয়েছে পুলিশের কর্তব্য কাজে বাধা ও পুলিশ এসল্টের ঘটনা, ও অপর মামলাটি করা হয়েছে বিস্ফোরকদ্রব্য আইনে।
এ দুটি মামলা প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, পুলিশ পূর্ব পরিকল্পিত ভাবে এ দুটি মামলা দায়ের করেছে। তারা সারা জেলার নেতাকর্মীদের এদুটি মামলায় আসামী করা হয়েছে। যাতে আগামী দিনে গ্রেপ্তারের ভয়ে কেউ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করেন। তিনি বলেন এত বেশী সংখ্যক অজ্ঞাত আসামী করা হয়েছে যাতে কোন সাধারণ সমর্থক মাঠে না থাকতে পারেন। কিন্ত এসব করে বিএনপিকে মাঠ ছাড়া করা যাবেনা। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে।
বিএনপি নেতা বলেন, মামলায় গ্রেপ্তার এড়াতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘর ছাড়লেও এলাকা ছাড়েনি। তাদেরকে আন্দোলন থেকে সরানো যাবে না। বৃহস্পতিবার বিকেলেও শহরের ইসলামপুর রোড থেকে লক্ষীপুরে পুলিশের গুলিতে নিহতের স্মরনে সভা ও প্রতিবাদ মিছিল হয়েছে। মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন