বিশেষ প্রতিবেদক:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকঞ্জুরা গ্রামের নুর আহমদ মাস্টার বাড়ির আফিয়া খাতুন মাদকের তথ্য পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়ায় মাদক কারবারীদের হামলায় আহত হয়ে ভয়ে ঘরবাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছেন।
মঙ্গলবার ফেনী রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আফিয়া খাতুন বলেন, গত কয়েক মাস যাবত আমার নিজ বাড়ি ও তার আশেপাশে স্থানীয় কিছু মাদক কারবারি মাদক ব্যবসা করে আসছে । সম্প্রতি তারা আমার ঘরে কেউ না থাকায় সেখানে মাদক রেখে ব্যবসা করার চেষ্টা করে। এতে আমি বাঁধা দিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়। সীমান্তবর্তী ঘোপাল ইউনিয়নে ভারত থেকে আসা মাদক জমাট করে সমিতির বাজার এলাকা থেকে বিক্রি করে আসছে। মাদক বিক্রির কারনে ক্রেতা বিক্রেতাদের দিনরাত চলাচলের কারণে আমার ও বাড়ির নারী-পুরুষদের স্বাভাবিক কাজকর্মে আঘাত সৃষ্টি হতে থাকে। রাত বিরাতে মাদকাসক্তদের কারণে ঘরে থেকে বের হতে পারি না ।
তিনি আরও বলেন, অবশেষে গত ১৭ জুলাই ফেনী সদরে এএসপিকে ঘটনা অবহিত করলে তিনি আমাকে ছাগলনাইয়া থানায় একটি চিরকুট লিখে পাঠান, সেখান থেকে ছাগলনাইয়া থানার ওসি আমাকে ঘোপাল তদন্ত কেন্দ্রে পাঠায়। আমি সেখানে কর্মরত ইনচার্জকে ঘটনার বিবরণ দিলে তিনি পুলিশ পাঠিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন। তবে মাদক কারবারি কাউকে আটক করতে পারেননি।
পুলিশকে জানানোর কারণে মাদক কারবারীরা পরের দিন আমাকে ঘর থেকে চুল ধরে টেনে বের করে মারতে থাকে। তারা আমার পরনের জামা ছিঁড়ে ফেলে এবং তাদের কাঠের আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ি । এতে আমার একটি দাঁত পড়ে যায় । আমার শরীরের বিভিন্ন অংশে আঘাত পাই, আমি ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিন ভর্তি থাকি।
এখন আমি মাদক কারবারিদের ভয়ে বাড়িতে যেতে পারছিনা। তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে বললেও কোন লাভ হয়নি। বর্তমানে আমি ফেনীতে আমার এক আত্মীয়ের বাসায় বসবাস করছি।
আফিয়া খাতুন জানান, মাদক কারবারিদের প্রধান মূলহোতা জোবায়ের হোসেন পারভেজ, তাকে সহযোগিতা করেন শাহাজান ও তার ছেলে, মাসুদ রানা ,ইকবাল , সাজ্জাদ হোসেন আকিব , মোহাম্মদ আরিফুল ইসলাম, জিসান, মুজাহিদ, আশিক, মেহেদী। পুলিশ তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই মাদক পাচার ও মাদকাসক্তদের তালিকা বেরিয়ে আসবে।
তিনি এ সময় নিজ বাড়ীতে ফিরে যেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন