স্টাফ রিপোর্টার:
নবাগত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের দেখে আমি এক একটা বাংলাদেশ দেখছি। আপনাদের মুক্তিযুদ্ধ দিয়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে ।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ওপর গুরুত্ব দিয়ে আসছে। কারণ যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয় তাদের জন্যে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তাই আপনাদের দাবীগুলো গুরুত্ব সহকারে দেখভাল করা হবে।
জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা নিতে কষ্ট না হয় এজন্য প্রতিটি সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধা কর্ণার থাকতে হবে। তাহলে চিকিৎসা সেবাটি গুরুত্ব সহকারে পাবে। হয়রানির শিকার হবে না। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর মাত্রা বেড়ে যাচ্ছে । তাই সচেতন থাকতে হবে। বিশেষ করে বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি।
বুধবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে নবাগত ডিসি মুছাম্মৎ শাহীনা আক্তার এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ দূর্নীতি মুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। দূর্নীতি মুক্ত করতে সবাই সহযোগিতা করলে একটি সুন্দর ফেনী জেলা গঠন করা সম্ভব।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশের পরিচালনায় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহমেদ পিপি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনীর সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, দৈনিক প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, নুরুল আবসার,হাবিব উল্যাহ বাহার,পেয়ার আহমেদ প্রমূখ।
এছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনার( ভূমি) সুবল চাকমা, সদর এসিল্যান্ড লিখন বনিক, সহকারী কমিশনার মো: বদরুদ্দোজাসহ জেলার মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন ।
শেষে দোয়া পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি।
সভায় বক্তারা বলেন, নবাগত জেলা প্রশাসক তার কর্মস্থলে বসার আগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এতে আমরা অভিভূত হয়েছি।
বক্তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসকের প্রতি এসব সমস্যা সমাধান করার অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আমরা নানা হয়রানির শিকার হয় বলে অভিযোগ উঠে। সঠিক ভাবে চিকিৎসাও পায়না। এ সময় জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”