বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ায় কিশোরী অপহরন ও ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে ফেনীর ছাগলনাইয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম খালিদ হাসান মাসুম (৪৪)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার থিলিয়া গ্রামের মৃত জহুরুল আলমের ছেলে।
.
র্যাব-৭, ফেনী ক্যাম্প সুত্র জানায়, কিশোরী অপহরন ও ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী খালিদ হাসান মাসুম গত ২০১৩ সালে তার নিজ জেলা কুষ্টিয়া থেকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ভাউলাগঞ্জ এলাকায় রাজমিস্ত্রীর কাজের জন্য যায়। সেখানে কাজ চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেনীতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরন করে কুষ্টিয়াতে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা-বাবা ভিকটিমকে কোথাও খুঁজে না পেয়ে ২০১৩ সালের ২৭ জুন ভিকটিমের বাবা মো. আমিন বাদী হয়ে রাজমিস্ত্রী খালিদ হাসান মাসুসকে আসামী করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচারকার্য শেষে আসামী খালিদ হাসান মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত অপহরন ও ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খালিদ হাসান মাসুম ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকায় দীর্ঘ দিন ধরে ছদ্মবেশে আত্মগোপণ করে রয়েছেন। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামী মো. খালিদ হাসান মাসুমকে (৪৪) গ্রেপ্তার করে।
র্যাব জানায়, পলাতক অবস্থায় তিনি প্রথমে গাজীপুর এরপর বরিশাল এবং সর্বশেষ ফেনীর ছাগলনাইয়ায় অবস্থান করে কখনো দিন মজুর ও কখনো অন্য কাজ করতো।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, কুষ্টিয়ায় কিশোরী অপহরন ও ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ১০ বছর পর ফেনীতে গ্রেপ্তার করে র্যাব হেফাজতে কুষ্টিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন