বিশেষ প্রতিনিধি
ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে মিডওয়ে আবাসিক হোটেল থেকে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আলা উদ্দিন গঠন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, হোটেল মিডওয়ে থেকে ফেনী জেলা বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বিরুদ্ধে কোনো মামলাও নেই। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
গ্রেফতাররা হলেন- ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুর নবী, ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশরাফুল ইসলাম, জাতীয়তাবাদী হেল্প সেল এর প্রধান সমন্বয়ক সুমন আহসান প্রমুখ।
এ বিখয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঢাকায় ফেনী বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে ঢাকা থেকে প্রসেসিং শেষে আমাদের জানানো হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন