স্টাফ রিপোর্টার:
ফেনী পৌরসভায় ‘মহিলা বাস সার্ভিস’ এর যাত্রা শুরু হয়েছে।রোববার দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। আপাতত তিনটি বাস এ সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে।
ফেনী পৌরসভা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার। এ সময় স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন। কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সবাই পৌর মহিলা বাস সার্ভিস চালু হওয়ায় বেশ খুশি। এ সার্ভিস যেন নিয়মিত তদারক করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলের প্রধান—সবাই নারী।এই সরকারের আমলে সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার রয়েছে।
তিনি আরও বলেন, জেলায় নারীরা যাতায়াতের সময় তাঁদের নানা ধরনের সমস্যার কথা জনপ্রতিনিধিদের জানিয়েছেন। এসব বিবেচনা করে নারীদের যাতায়াতে সুবিধার জন্য পৌর এলাকায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। সারা দেশে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।
ফেনী পৌরসভার মেয়র নাগরিকদের সেবায় সব সময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কর্মজীবী নারী, বিশেষ করে স্কুল-কলেজে পড়ুয়া মেয়েদের যাতায়াতে নানা ধরনের অসুবিধার কথা বিবেচনা করে এ বাস সার্ভিস চালু করা হয়েছে। আপাতত তিনটি বাস চলাচল করবে। যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে আরও বাসযুক্ত করা হবে। তিনটি বাসের মধ্যে দুটি বাস ফেনী সদর হাসপাতাল মোড় থেকে ট্রাংক রোড হয়ে মহিপাল এলাকা এবং একটি বাস লালপুল এলাকার জয়নাল হাজারী কলেজ এলাকা থেকে শহরের সালাউদ্দিন মোড় পর্যন্ত চলবে।
মেয়র আরও বলেন, ফেনী পৌরসভা নাগরিক সেবা বৃদ্ধির জন্য পৌর এলাকায় ‘টাউন বাস সার্ভিস’, পৌর এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা দিয়ে ‘পৌর সিএনজি সার্ভিস’ চালু করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”