স্টাফ রিপোর্টার:
ফেনী জেলার অন্যতম সেরা কলেজ দরবেশের হাট পাবলিক কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছর থেকেই পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে। গত ৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত স্মারক নং- পরি/উমা/২০২৩/১০৭৭ এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন এবং ভেন্যুর নাম নির্ধারণ সংক্রান্ত এক আদেশের মাধ্যমে দাগনভূঞা-২ ৬১২ দরবেশেরহাট পাবলিক কলেজ ভেন্যু হিসেবে সুজাতপুর উচ্চ বিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে। এখবর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পৌঁছলে তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
ঐ স্মারকে উল্লেখ করা হয় স্থানীয় সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ডিও লেটার, জেলা প্রশাসক ফেনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দাগনভূঞার সুপারিশে এবং কলেজ অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে নতুন কেন্দ্রটি স্থাপন করা হয়। এদিকে কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট এম শাহজাহান সাজু এই খুশির খবরে তাঁর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিম্নে তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
আমি লন্ডনে বসে খবর পেলাম আমাদের প্রিয় প্রতিষ্ঠান আরও একধাপ এগিয়ে গেলো এবার আমাদের ছেলেমেয়েদের কে আর দাগনভূঞা গিয়ে এইচ,এস,সি পরীক্ষা দিতে হবে না। আমাদের এখানেই কেন্দ্র হয়েছে সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে ওরা পরীক্ষা দিতে পারবে, আমি এই পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মাননীয় এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মহোদয়, মাননীয় সংসদ সদস্য ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী মহোদয় (লেঃ জেনারেল অবঃ) আমাদের এলাকার কৃতিসন্তান গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, ফেনীর সাবেক জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও আমাদের দাগনভূঞা উপজেলার সুযোগ্য ইউএনও নাহিদা আক্তার তানিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হককে, উনাদের সকলের একান্ত প্রচেষ্টায় আমাদের আজকের এই সফলতা আসে, আমরা কলেজ কর্তৃপক্ষ উনাদের কাছে চিরকৃতজ্ঞ। উল্লেখ্য, আমাদের এ কলেজে নোয়াখালীর সেনবাগ ও কুমিল্লা জেলার নাংঙ্গলকোট উপজেলার অনেক ছাত্র/ছাত্রী লেখা পড়া করে, যাদের পক্ষে সকাল বেলায় ১৫ কিলোমিটার দূরে গিয়ে, সিএনজি নিয়ে দাগনভূঞা গিয়ে পরীক্ষা দেয়া অনেক কঠিন ছিল। পরীক্ষা কেন্দ্র হওয়ার কারণে ওদের হয়রানি অনেক অংশে কমে গেল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”