আগামী জাতীয় সংসদ নির্বাচন
বিশেষ প্রতিনিধি
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অটল থাকলেও আন্দোলনের পাশাপাশি ফেনীতে সভা-সমাবেশ ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামি দলগুলো। ইতোমধ্যে প্রার্থীদের নাম প্রস্তাব করে কেন্দ্রে প্রেরণ করেছে এবং প্রার্থীরা নির্বাচনী এলাকায় পোস্টার সাটিয়ে ভোটারসহ স্থানীয় লোকজনকে শুভেচ্ছা জানিয়ে নিজেদেরকে সম্ভব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস এর সম্ভব্য প্রার্থীরা ফেনীর তিনটি নির্বাচনী এলাকায় বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।
ভোটারদের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট ইসলামিদলগুলো সূত্রে জানা গেছে- ফেনীর তিনটি নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁরা মাঠে তৎপর রয়েছেন তাঁরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)আসনে ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ফেনী জেলার সাবেক আমির অধ্যপক লিয়াকত আলী ভূঁইয়া ও ফেনী-৩ সোনাগাজী ও দাগনভূঞা) ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে জেলা উপদেষ্টা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মুহা. একরামুল হক ভূঁইয়া ও জেলা সহ-সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) জেলা সভাপতি মাওলানা নুরুল করিম। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ফেনী-২ (সদর) আসনে ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা। খেলাফত মজলিস থেকে ফেনী-২ (সদর) আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) খেলাফত মজলিসের কেন্দ্রীয় মোহাম্মদ আলী মিল্লাত।
এছাড়া খেলাফত আন্দোলন ও ইসলামী ফ্রন্ট থেকেও ফেনীর তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় রয়েছেন। তবে আগামী জাতীয় নির্বাচনে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর কোন দল কী ধরনের ভূমিকায় অবতীর্ণ হবে, তা এখনো পরিষ্কার নয়। ইসলামী দলগুলো বিএনপির সঙ্গে রাজপথে না থাকলেও দৃষ্টি বিএনপির দিকেই। বিএনপি যদি নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সরকারকে চাপে ফেলতে পারে, তাহলে ধর্মভিত্তিক দলগুলোর অবস্থান হবে এক রকম। আর বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে অবস্থান হবে আরেক রকম। জানা যায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ধর্মভিত্তিক ইসলামী দল ১০টি। এর মধ্যে কওমি মাদরাসা কেন্দ্রিক দল ছয়টি। এগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি পাঁচটি দলই এক সময় বিএনপির সঙ্গে জোটে ছিল। তবে নিবন্ধনের বাইরে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের অবস্থান ফেনীতে অত্যান্ত সুদৃঢ়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসও ফেনীতে সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘আমাদের দাবি মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এই সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মুহা. একরামুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে জনগণ নির্বিঘেœ ভোট দিতে পারবে। আর এ জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাই।’ তিনি বলেন, ফেনীর তিনটি আসনে তার দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই প্রার্থীদের নাম প্রস্তাব করে কেন্দ্রে প্রেরণ করেছি, কেন্দ্রীয় নেতারা বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফেনী জেলার সাবেক আমির অধ্যপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। তবে নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত ফেনীর তিনটি আসনসহ সারাদেশে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করছে। প্রার্থীরা নির্বাচনী এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। জামায়াত সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে রয়েছে। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হলে সব সমস্যা সমাধা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন