শহর প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) গ্র্যান্ড সুলতান কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর বলেন-দেশ কোন দিকে যাচ্ছে তা দেশের রাজনীতিবিদরা জানে না। বিদেশীদের এনে দেশে খাল কেটে কুমির আনার পাঁয়তারা চলছে। নিরপেক্ষ নির্বাচন সরকারসহ সব রাজনৈতিক দল চায়। বিগত ১৪ বছরে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে সরকার নিরপক্ষ নির্বাচন দিতে ব্যর্থ। বর্তমান সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তো দূরের কথা একজন প্রার্থীর নিরাপত্তাও দিতে পারে নাই, তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন-সরকার অন্যের ওপর ভর করে দাঁড়ানোর কারণে সম্মান পাচ্ছে না। সরকার রাষ্ট্রকে ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এতে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। রাষ্ট্র সবার, তাই রাষ্ট্র রক্ষায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন-ক্ষমতাশীন দল এবং তত্ত্বাবধায়ক সরকার নিরেপক্ষ নির্বাচন করতে ব্যার্থ । তাই আমরা নির্বাচনের আগে জাতীয় সরকার চাই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আগামী সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের দাবিতে আমরা আন্দোলন করছি। এই দাবির সাথে যারা এক হবে তাদেরকে নিয়ে জোট হতে পারে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও ইসলামী ছাত্র আন্দোলন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা নুরুল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ আবদুল্লাহ হারুন,ওমান কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মাওলানা মীর আহমদ মীরু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী,জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, মাওলানা নুরুল করিম বেলালী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক,বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, সাংগঠনিক মুফতি আব্দুর রহমান ফরহাদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি তৈয়ব সোলতানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, শ্রমিক আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সভাপতি মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী ও ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি এইচ এম নুরুজ্জামান প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন-ভোট চোর আর টাকা চোরদের বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের রাজনীতিতে বিদেশীদের হস্তক্ষেপ এনেছে মীর জাফর, এখনো মীর জাফরের অনুসারীরা তৎপর রয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”