বিশেষ প্রতিনিধি:
ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলকে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার রায়ের বাজার পোস্ট অফিস রোড থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরে তাঁকে ফেনী নিয়ে আসা হয় এবং বিকেলেই তাঁকে ফেনীর আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীব কুমার দাস জানান, বিএনপির নেতা ফজলুর রহমান বকুলের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য, পুলিশ এসল্ট, দাঙ্গাহাঙ্গামাসহ ২৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন পুলিশের নজর এড়িয়ে পলাতক ছিলেন।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জেনে তাঁকে ঢাকার রায়ের বাজার পোস্ট অফিস রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ফেনী নিয়ে আসা হয়েছে এবং বিকেলে তাঁকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ২৩ টি মামলা থাকলেও তাঁকে ১০ টি গ্রেপ্তারী পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে।
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান – ঢাকা থেকে গ্রেপ্তারের পর সদর উপজেলা বিএনপি আহবায়ক ফজলুর রহমান বকুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ফেনীতে এনে ১০ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
এদিকে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক জানান- জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং ফজলুর রহমান বকুলসহ কারাবন্দী সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন