শহর প্রতিনিধি
ফেনীতে কুমিল্লা আঞ্চলিক শ্রীমদ্ভগবত গীতা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার ১২ আগস্ট ফেনী কালী মন্দিরে অনু্ষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগীতায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ শাহ মনি, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।
ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি শান্তি রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ৩৬ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। ক বিভাগের তয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, খ বিভাগে ৮ম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। খ বিভাগের প্রথম হয়েছে অনুশ্রী রানী নাথ অর্পিতা, দ্বিতীয় হয়েছে তনয় পাটোয়ারী, তৃতীয় হয়েছে রাজশ্রী বণিক। ক বিভাগে প্রথম হয়েছে অবন্তিকা কর, দ্বিতীয় হয়েছে আবৃত্তি ভৌমিক আদ্রি, তৃতীয় হয়েছে অদ্রিজা সাহা। বিজয়ীরা জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, এ আয়োজন ফেনীর জন্য গর্বের। এমন আয়োজনের মধ্যে দিয়ে শিশুরা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা বাড়াতে পারবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার কথা বলে গিয়েছেন। ধর্ম যার যার উৎসব সবার। পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে সবাই সামগ্রিক ভাবে অংশ নেয়। তিনি আরও বলেন -প্রত্যেক ধর্মের মহাগ্রন্থে মানব জাতির কল্যাণ, সত্য ও ন্যায়ের কথা রয়েছে। প্রত্যেক অভিভাবকদের উচিত সন্তানকে পড়াশোনা পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়া। ছেলে মেয়ে কে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। মেয়েরা শিক্ষিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিনা কারন কাউকে অন্যায় অবিচার ও কস্ট দেওয়া যাবে না।সবার মিলে ফেনীকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”