সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) এলাহীগঞ্জ মাদ্রাসা মাঠে আয়োজিত দোয়া ও শোক সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা থাকায় দেশের উন্নয়ন ও সমৃদ্ধি হচ্ছে। দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ফেনীতেও উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের সুফল শুধু আওয়ামী লীগ একা নয়,সবাই পাচ্ছে। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে যাঁদেরকে নৌকার প্রার্থী মনোনীত করা হবে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিজয়ী করার আহবান জানান। তিনি আরও বলেন- সাধারণ মানুষের প্রতি অন্যায়, অবিচার ও অত্যাচার করলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যত বড় পদ পদবি কিংবা ক্ষমতাশালী হোক।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা।
জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম বাবু, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাঈল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার শামিম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম,
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ দুস্থ ও অসহায় এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে দোয়া ও শোক সভা এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”