নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সকল সরকারি বেসরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত তোলা হয়। শহরের কলেজ রোডের মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের (সদর) সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল,ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফেনী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম আলো ফেনী বন্ধুসভা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।
ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রিয়রঞ্জন দত্ত।
জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক এ,কে শহীদ খোন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা আওয়ামী লীগের আয়োজনে কাঙ্গালী ভোজেরও আয়োজন করা হয়। এছাড়া জেলার সব পৌরসভা ও সকল ইউনিয়নে আলোচনা সভা এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিভিন্ন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন