বিশেষ প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ফকিরহাট মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সলিমুল্লাহকে জুমার নামাজ শেষে মোনাজাতের পূর্বে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আলেম-ওলামের জন্য দোয়া চাইলে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে থামিয়ে দিয়ে মারধর করে মসজিদ থেকে বের করে দেন। এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর মানিক ঘাড় ধরে মারতে মারতে বাহিরে নিয়ে খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে পেলে দেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ফকিরহাট বাজার জামে মসজিদের মুসল্লি আবদুল ওহাব জানান, শুক্রবার (১৮ আগষ্ট) জুমার নামাজ শেষে ঈমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামে বিশেষ অবদানের জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আলেম-ওলামের উদ্দেশ্যে দোয়া করতে বলেন। এ সময় আব্দুর শুক্কুর মানিকের নেতৃত্বে কয়েকজন যুবক ঈমামকে থামিয়ে দিয়ে মেহরাব থেকে তাকে ঘাড় ধরে বাহিরে নিয়ে যান। বাহিরে নিয়ে তাকে প্রহার করে তাঁহার মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ছুড়ে ফেলে দেন।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করলেও একটি শালিশী মিটিংয়ে থাকায় বিস্তারিত পরে জানাবেন বলে জানান। এক ঘন্টা পরে তাকে পুনরায় মুঠোফোনে কল দিলে তিনি তা রিচিভ করেননি।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক কামরুল হাসান সোহাগ বলেন, উদ্ভুত ঘটনার জন্য ঈমাম সাবে উপস্থিত মুসল্লিদের সামনে মাফ চাইলে তাকে রেহাই দেয়া হয়। এবং তাকে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযুক্ত আব্দুর শুক্কুর মানিক বলেন, বিতর্কিত একজন ব্যক্তির জন্য দোয়া চাইলে মুসল্লিরা ক্ষেপে যান। তখন আমি তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে সাহায্য করেছি। মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
মসজিদের খতিব মাওলানা মোঃ সলিমুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আল্লার কাছে বিচার দিয়েছি , তিনি ন্যায় বিচার করবেন। তবে তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আলেম-ওলামের জন্য দোয়া চেয়েছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কেই কোন অভিযোগ করেননি বলে জানান ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”