বিশেষ প্রতিনিধি:
ফেনী জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের ২০ ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ ছাত্রলীগ নেতার পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে ফেনী জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু , যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি শুভ, উপ দপ্তর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাসান আহাম্মদ, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন কে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ফেনীর বিভিন্ন ইউনিটের ২০ জন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নুর করিম জাবেদ জানান,রাজাকারের সাথে মুক্তিযুদ্ধের আর্দশিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কোন সম্পর্ক থাকতে পারে না, তাই ফেনী জেলা ছাত্রলীগ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে যারা শোক জানিয়ে ফেইসবুকে পোস্ট করেছিল তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
নাম না প্রকাশ করা শর্তে অব্যাহতিপ্রাপ্ত এক ছাত্রলীগ নেতা জানান, রাজাকার কে, জামায়াত নেতা কে এটি বিবেচনা করে সহমর্মিতা জানানো হয়নি।আল্লামা সাঈদী একজন জনপ্রিয় ইসলামী বক্তা।একজন ইসলামী বক্তার মৃত্যুতে আমি সমবেদনা জানিয়েছি। আগে আমি মুসলিম, তারপর ছাত্রলীগ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”