শহর প্রতিনিধি:
কিংবদন্তী চলচ্চিত্রকার শহীদ জহির রায়হান ও বরেণ্য নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী নিজ জেলা ফেনীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন হয়েছে। শনিবার শহরের জেলা পরিষদ ভবনের ড. সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া। শিল্পতীর্থ সংগঠনের সভাপতি হুমায়ুন মজুমদারের সভাপতিত্বে ও সুজিত চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ওবায়েদ মজুমদার, ফেনী পোয়েট সোসাইটির সভাপতি মনজুর তাজিম, সুবচন নাট্য সংগঠনের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন সাইমুম, লালন একাডেমীর সভাপতি মোহাম্মদ উল্যাহ, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইন সহযোগি সম্পাদক জসিম মাহমুদ,দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া।
আলোচনায় অংশ নেন আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মিজানুল হক, পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, নজরুল একাডেমীর সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক এডভোকেট শৈবাল দত্ত, সাংস্কৃতিক সংগঠক বাদল দেবনাথ, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব পাল, জাগরণ স্কোয়াডের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিজয়, সুর নিকেতনের সাধারণ সম্পাদক দোলন বনিক, মিউজিক এসোসিয়েশনের সভাপতি বিজয় দত্ত প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার তিন গ্রুপে বিজয়ী ১৫ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া বলেন, শহীদ জহির রায়হান ও ড: সেলিম আল দীন সহ অনেক কিংবদন্তীর জন্ম হয়েছে ফেনী জেলায়। নতুন প্রজন্মকে তাদের সম্পর্কে জানাতে হবে। তাদের জীবন ইতিহাস তাদের সোনালী অর্জন জানলে তারা নিজেদেরকেও সেভাবে গড়ে তোলার স্বপ্ন দেখবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”