শহর প্রতিনিধি :
ফেনীতে মিনি পতিতালয় খুলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে পতিতা ব্যবসায়ী মোঃ আলী মাতব্বর সহ ১৫ জন খদ্দের ও ৬ জন যৌনকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ( ডিবি)। পরে আটককৃতদের ফেনী মডেল থানায় সোর্পদ করেছে । সোমবার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেটের পিছনে রায়হান টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত পতিতা ব্যবসায়ী আলী মাতব্বর মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতব্বরের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক আশপাশের লোকজন জানান- মোটা অংকের মাসোয়ারার বিনিময়ে প্রভাবশালী মহলের ছায়ায় ভাড়া বাসায় সে বিভিন্ন স্থান থেকে যৌনকর্মী এনে পতিতা ব্যবসা চালিয়ে আসছে। তার আটক হওয়া অন্য খদ্দররা হলো- সোনাগাজীর সুলতানপুর গ্রামের করিম উল্লাহর ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাগেরহাট জেলার চিতন মারি থানার আডুবন্নি গ্রামের মজিবুর রহমানের ছেলে সেকান্তর মোহাম্মদ, সোনাগাজীর মোঃ হানিফ, ফেনীর ছনুয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান, নোয়াখালী জেলার সেনবাগ থানার দক্ষিণ রাজাপুর গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম, একই উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ওজি উল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার রুহুল আমিনের ছেলে মুহাম্মদ সুমন, ছাগলনাইয়া রাধানগর ইউপির হাসেমপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন, কিশোরগঞ্জ জেলার আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী, ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মোহাম্মদ সেলিম এর ছেলে মোহাম্মদ শিহাবুল ইসলাম, দাগনভূঞার চন্দ্রপুর এলাকার লোকমান আলী মিয়ার ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান, ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধু গ্রামের মোহাম্মদ হাকিমের ছেলে মনসুর আলম, ফেনী সদরের টঙ্গীর পাড়া গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত, ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয়। এছাড়া আটককৃত নারীরা হলেন- সূত্রাপুর থানার মৃত নাসির উদ্দিনের মেয়ে সোনালী, চট্টগ্রাম মিরসরাই থানার নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী, চট্টগ্রাম রাউজান থানার মৃত পিয়াশের মেয়ে আসমা আক্তার, চট্টগ্রাম কোতোয়ালি থানার কাজির টেক গ্রামের মোঃ আলাউদ্দিনের মেয়ে শিলা বেগম, চট্টগ্রাম কর্ণফুলী থানার মজিবুলের মেয়ে শারমিন আক্তার ও বান্দরবান জেলার হলুদিয়া গ্রামের কবির আহম্মদের মেয়ে সুরাইয়া বেগম।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ছয় যৌনকর্মীসহ ১৫ খদ্দের আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”