১৬নং ওয়ার্ডে শোক সভায়
শহর প্রতিনিধি:
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, এক সময় রামপুর বিএনপির ঘাঁটি ছিলো। সেই রামপুর এখন আওয়ামী লীগের ঘাঁটি তথা নিজাম হাজারীর ঘাঁটি হিসেবে রূপান্তরিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় পৌর মেয়র আরো বলেন, রামপুরের মানুষ উন্নয়নে বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, স্কুল কলেজের নতুন নতুন ভবন সহ অবকাঠামো উন্নয়ন দেখে তাঁরা নিজাম হাজারীর পক্ষে রয়েছে। এক সময় রামপুরবাসীর ঘুম ভাঙতো বোমা ও গুলির আওয়াজে। সেই রামপুরে মানুষের মধ্যে এখন কোন রাহাজানি নেই। মানুষ শান্তিতে সুন্দর পরিবেশে জীবন যাপন করছে। এই সুন্দর পরিবেশ ও শান্তি স্থাপনের জন্য আমরা কাজ করছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র স্বপন মিয়াজী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন ও নিজাম হাজারীর উন্নয়ন মানুষের দোরগোড়ায় তুলে ধরতে হবে। তাহলে মানুষ উদ্বুদ্ধ হয়ে নৌকার পক্ষে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে, নিজাম হাজারীর পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করবে।
১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-৩ মঞ্জু রানী দেবী।
১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মেজবাহ হাজারী, পৌর আওয়ামী লীগের সদস্য আব্বাস উদ্দিন মিলন, পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটু।
এই সময় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”