শহর প্রতিনিধি:
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ পিপি বলেন, জেলা জুড়ে নৌকা মার্কাকে জয় করার জন্য এবং মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহব্বান জানান তিনি। বুধবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইলিয়াছ ম্যানশনের সামনের মাঠে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের লক্ষ্য থাকবে আগামীতে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত করা। দলের সুসময়ে যেভাবে জড়িত রয়েছেন ঠিক তেমনিভাবে দলের ক্লান্তি লগ্নেও জড়িত থাকতে হবে। তাহলে সময়মত যথাযথ মূল্যায়িত হবেন। শ্রম-ঘামের মূল্যায়ন একদিন নয় একদিন পাবেন। দলের সম্মান ও সুনাম অর্জন হবে এমন কর্মকান্ডে জড়িত থাকতে হবে।
পিপি হাফেজ আহমেদ আরো বলেন, ১৫ আগস্ট কালো রাতে কিছু সংখ্যক বিশ্বাস ঘাতক জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর ঘাতকদের আইনী বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। আরো যারা এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদের দেশে এনে ফাঁসি দেয়ার আহবান জানান। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য ২০২৪ সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ফেনী-২ আসনে নৌকার প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে আবারো নির্বাচিত করতে হবে। সেই জন্য এখন থেকে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার, ওয়ার্ড প্রধান সমন্বয়ক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁঞা, সমন্বয়ক ও পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আফছার কবির শাহজাদা।
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ভূঁঞা, ফেনী পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির গাজী, ফারুক আহমেদ ভূঁইয়া, শোক সভা উপ-কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল তাইহান, সুজা মিয়া প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”