ওমর ফারুক, সোনাগাজী:
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প ‘মুহুরী প্রজেক্ট’। এ প্রকল্পকে ঘিরে গড়ে ওঠেছে বাংলাদেশের ১ম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং সর্ববৃহৎ মৎস জোন। ফেনীর অন্যতম দর্শনীয় স্থান সোনাগাজীর মুহুরী প্রজেক্টকে ঘিরে পিকনিক স্পর্ট ও বিনোদন কেন্দ্র তৈরী করা হয়েছে। প্রায় সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ মুহুরী প্রজেক্টে আনন্দময় সময় কাটাতে আসেন। তাই এ এলাকায় আগত ভ্রমণ পিয়াসীদের সুবিধা বাড়াতে ব্যক্তি উদ্যোগে নির্মাণ হচ্ছে শিশু পার্ক এন্ড রিসোর্ট। ইতিমধ্যে শিশু পার্কের স্থান নির্ধারণ করে একটি ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন বিনোদনের উপকরণ স্থাপনের পরিকল্পনার পাশাপাশি প্রায় ১১ একর জায়গা নেয়া হয়েছে এবং আকর্ষণীয় নামও নির্ধারণ করা হয়েছে।
ফেনীর প্রকৃতি প্রেমীদের কাছে অতিপরিচিত ফেনী নদীর ৪০ গেটের মুহুরি বাঁধ, যেখান থেকে জোয়ার ভাটার সুনিপুণ দৃশ্য অবলোকন করা যায়,শুনা যায় পাখির কলকাকলি, পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য, ঈদ পুজো ও বিভিন্ন দিবসে পর্যটকের উপচে পড়া ভীড় থাকলেও সারা বছর থাকে কম বেশী পর্যটক। তবে নেই কোন পার্ক কিংবা পরিকল্পিত হোটেল। তাই এখানে আগত পর্যটকদের বাড়তি বিনোদন দিতে নতুন করে তৈরি হচ্ছে একটি দৃষ্টি নন্দন পার্ক এন্ড রিসোর্ট।
পার্কের উদ্যোক্তা স্থানীয় যুবক আবু ইউসুফ স্বপন জানান, ফেনীর মানুষের বিনোদন ও প্রকৃতিপ্রেমীদের কথা মাথায় রেখে প্রকৃতির অন্যতম লীলাভূমি ফেনী নদী উপকূলে স্বপ্নের প্রকল্প পার্ক এন্ড রিসোর্ট তার মেয়ে প্রয়াত শিশু জিনিয়ার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন”জিনিয়া শিশু পার্ক এন্ড রিসোর্ট ”। এখানে অত্যাধুনিক ও মনোরম শিশুদের বিনোদনমূলক সামগ্রী থাকবে। এতে একদিকে যেমন শোভা বৃদ্ধি করবে এ অঞ্চলে, অপরদিকে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান বিশেষ করে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে আগত পর্যটকদের ভ্রমণের তৃষ্ণা মেটাবে।
স্থানীয় এলাকাবাসীরা জানান এ ধরনের একটি পার্ক ও রিসোর্টের উদ্যোগ আরো অনেক আগ থেকে নেয়ার প্রয়োজন ছিল, দেরিতে হলেও এ সিদ্ধান্ত সোনাগাজীবাসীসহ ভ্রমণ পিয়াসীদের জন্য বাড়তি আনন্দের। এনামুল হক নামে এক স্থানীয় বাসিন্দা জানান, এখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে এটি হলে সে দ্বার উন্মোচিত হবে। এসএন আবছার নামে স্থানীয় গণমাধ্যম কর্মী জানান, সোনাগাজীতে প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা মুহুরি প্রজেক্টে নতুন করে শিশু পার্ক ও রিসোর্ট হলে বিনোদনের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ হবে এবং বাড়বে পর্যটক সংখ্যা।
সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসান ইমাম জানান, উপজেলার মুহুরি প্রজেক্টে পর্যটকদের কোন নিরাপত্তা ঘাটতি নেই এখানে একটি পুলিশ ক্যাম্প আছে, সার্বক্ষনিক পুলিশ টহল থাকে অতএব পর্যটকরা এখানে নিরাপদে আসতে পারবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন