শহর প্রতিনিধি:
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জিয়া মহিলা কলেজের বিপরীতে মা প্লাজায় মায়ের দোয়া ফার্নিচারের শোরুম উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফিতা কেটে শো রুমটির উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম শাহজাহান সাজুর সভাপতিত্বে ও দরবেশের হাট পাবলিক কলেজের প্রভাষক জাবিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মায়ের দোয়া ফার্নিচারের স্বত্তাধীকারী শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন তসলিম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোশাররফ হোসেন রিপন ও জেলা যুবলীগ নেতা শিপন হাজারী। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস তালুকদার, ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির কোষাধ্যক্ষ রোটারিয়ান ফারুক আহমেদ ভূইয়া, সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন মেম্বারসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য লোকজন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মায়ের দোয়া ফার্নিচারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
শো রুমটি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীতে রাজনৈতিক সহাবস্থান ও সুন্দর পরিবেশ বজায় থাকায় ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ঘটছে। দেশের বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ একের পর এক নামি দামি কোম্পানী শোরুম এর শাখা ফেনীতে খুলছে। অতীতে সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী ছিলো না। বর্তমানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে শান্তি ও উন্নয়নের সুবাতাস বয়েছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করছে এবং রেকর্ড সংখ্যক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন