শহর প্রতিনিধি:
আগামী ১৮ সেপ্টেম্বর ফেনীতে ইসলামী আন্দোলনের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনী রির্পোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে জানান, দেশের বিদ্যমান সংকট নিরসন, দ্রব্যমূল্যর মূল্যবৃদ্ধি রোধ, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, জনগনের ভোট অধিকার ফিরিয়ে আনতে অনুষ্ঠিতব্য ফেনীর এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন ফেনী জেলার সভাপতি মাওলানা নুরুল করিম, উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু,মুফতি আহসান উল্লাহ কাসেমী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, ফেনী ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হিজবুল্লাহ,ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহুদ্দিন আইয়ুবি প্রমুখ নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে নেতারা জানান-
অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর ২৩ইং রোজ সোমবার দুপুর ২ঘটিকায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। দেশের প্রায় সব রাজনৈতিকদল এবং নাগরিকসমাজের প্রতিনিধিগণ সংকট সমাধানের উদ্যোগ গ্রহনের কথা বলে আসলেও, কার্যকর কোন উদ্যোগ গ্রহন করা হয় নাই। আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত প্রায় ১৪ বছর দেশে কোন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদেরকে নির্বাচিত করার জন্যে এহেন কাজ নেই যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামাশা মনে করে।
ফেনী জেলা নেতৃবৃন্দ দাবি করেন,
‘জনসভাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অভ্যর্থনা, নিরাপত্তাসহ সামগ্রিক ব্যবস্থাপনা শেষ পর্যায়ে, শহীদ মিনার ব্যবহার করার ব্যাপারে প্রশাসনের সম্মতি পাওয়ার জন্য আমরা লিখিত আবেদন করেছি এবং পুলিশ সুপার এর সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ দাবি করেন ১৮ সেপ্টেম্বর ফেনীতে অনুষ্ঠিতব্য জনসভায় রেকর্ড সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবে এবং শান্তিপূর্ণ ভাবে জনসভা সফল করতে প্রশাসন, মিডিয়া কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”