সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি পাঁচগাছিয়া ইউনিয়ন শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হক লিটন। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার সভাপতি কাজী ওয়াজী উল্যাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
বাংলাদেশ শিক্ষক সমিতি পাঁচগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি গোলাম সরওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। সহকারী শিক্ষক জাকের হোসেন ও কাজী মেহেরুন নেছার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজান আক্তার, মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লোকমান হোসেন, লক্ষিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল করিম ও ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, কাজী সফি উল্যাহ ও শামিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মরত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রায় ২০জন শিক্ষককে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী সদর উপজেলায় ২০২৩ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আমজাদ হোসেন ও কাজী মেহেরুন নেছাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বক্তারা বলেন- একজন শিক্ষক দীর্ঘদিন শিক্ষকতা করে শিক্ষার উজ্জ্বল ছোঁয়া দিয়ে দেশ ও জাতিকে আলোকিত করেছেন। শিক্ষকরা নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে দেশকে এগিয়ে নিতে অসাধারণ অবদান রেখেছেন। তাঁদের এই অবদানকে স্মরণীয় করে রাখার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সংবর্ধনার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত সকলে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন