মো. শফি উল্লাহ রিপন:
ফেনী সদর উপজেলার চর মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাগাজী উপজেলার চর সাহাবিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার গোলাম মো: বাতেন ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ফাহমিদা হক। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, সঞ্চালনায় ফেনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজি উল্লাহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
.
সোমবার প্রথম রাউন্ডে দাগনভূঞা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সোনাগাজীর চর সাহাবিকারি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিকেল দুইটায় ফুলগাজী মুন্সিরহাট আজম সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম দাগনভূঞা গোবিন্দপুর ফাজিলেরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিকাল সাড়ে তিনটায় ছাগলনাইয়া চাদঁগাজী কাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পরশুরাম অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সেমিফাইনাল খেলা সকাল ১০টায় বঙ্গমাতা দলের বিজয়ী চরমধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাথে ছাগলনাইয়ার নিজ পানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলবে ও সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু দলের বিজয়ী সোনাগাজীর চরসাহাবী কারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাথে ফুলগাজীর বীরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলবেন। বিকেল আড়াইটায় গতকালকের বিজয়ী বঙ্গমাতা দলের দাগনভূঞা গোবিন্দপুর ফাজিলেরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সাথে পরশুরাম ডিএম সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গতকালকের বিজয়ী ছাগলনাইয়ার চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাথে ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলবে।
সেমিফাইনাল শেষে বিজয়ীদের মাঝে আগামী বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন