বিশেষ প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে ৬ শত টাকা দিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে সেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন (৩৫) ও তার সহযোগী রিয়াদ (৩০) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। ইমাম হোসেন চরদরবেশ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সেনের খীল গ্রামের ৬ নং ওয়ার্ডের আবু ইউসুফের ছেলে তার সহযোগী রিয়াদ (৩০) লক্ষীপুর জেলার কমল নগর থানার চরলরেজ গ্রামের সিরাজের ছেলে।
.
ভুক্তভোগী কিশোরী বলেন, আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে কাজীর হাট গোলাল হাফিজের বাড়ীর তিন রাস্তার মোড় থেকে অটোরিকশা করে ইমামের ড্রাইভার রিয়াদ ইমাম নেতার বাড়ীতে যায়, তার বাড়ী থেকে আবার অটোরিকশা করে কাজীর হাটের একটি দোতলা বাসায় নেয়, বাসায় নেওয়ার পর পর ইমামও যায়। তারা আমাকে বাসায় বন্দি রেখে রিয়াদ ও ইমাম নেতা ধর্ষণ করে। রাতের খাবার দিয়ে তারা সে বাসার বাহিরের দরজায় তালা মেরে আমাকে বন্দী রেখে চলে যায়। যাওয়ার আগে ইমাম নেতা আমাকে চুরি দেখিয়ে তাদের দুই জনের নাম কারো কাছে প্রকাশ না করে গোপন রাখতে বলে।
কিশোরী জানায়, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বন্দী করা বাসা থেকে বের করে আনার সময় রিয়াদ ও ইমাম ৬০০ টাকা দিয়ে আমাকে ইমামের বাড়ীতে নিয়ে যায়।
ইমামের স্ত্রী আমার পরিচয় জানতে চাইলে রিয়াদ আমাকে পুনরায় সাড়ে ১২ টার দিকে অটোরিকশায় করে কাজীর হাট সুইচ পযন্ত নিয়ে যায় পরে আবার ইমাম নেতার বাড়ীতে নিয়ে আসে। পরে আমার পরিবারের লোকজন এসে আমাকে ইমামের বাড়ী থেকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলা না করতে ওই কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ায় চেস্টা করে আসামীরা।
গত শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও তার সহযোগী রিয়াদ কে আসামি করে ধর্ষণ মামলা করেন। এরপর সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সেচ্ছাসেবক লীগের সোনাগাজী উপজেলা সভাপতি মো: ফারুক হোসেন তার মুঠোফোনে জানান, ইমাম হোসেন ষড়যন্ত্রের শিকার, এর পরেও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে অপরাধী হলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশ ক্রমে জেলা সেচ্ছাসেবক লীগের পরামর্শে আমরা দলীয় সিদ্ধান্ত নিবো। তবে এই ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়ে ঘটনার সাথে জড়িত দুইজন কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”