বিশেষ প্রতিনিধি
ফেনী সদর উপজেলা উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ঘোষণা করা হয়েছে।
.
রোববার শিক্ষা পদক কমিটির সভাপতি ফেনী জেলা প্রশাসক ও কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, প্রতি বছর উপজেলা ও জেলা পর্যায় থেকে শুরু জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন ও বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য শিক্ষা পদক প্রদান করা হয়। চলতি বছর ফেনী জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কমিটি জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
ওই তালিকায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন সুমনকে জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ঘোষণা করা হয়। একই তালিকায় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগমকে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ফুলগাজীর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঘোষণা করা হয়।
ওই তালিকায় বিভিন্ন ১৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন সুমন বলেন, আমার এই স্বীকৃতি পেশাগত দায়িত্ব সততা ও আন্তরিকতার সাথে পালনে আরো উৎসাহ যোগাবে। আমি সব সময় শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে ভালো করে পাঠদান করার চেষ্টা করি। এই স্বীকৃতি পাওয়ায় জেলা পর্যায়ে যাছাই-বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সকলের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে আরো ভালো করতে সবার দোয়া চাই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”