উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
বিশেষ প্রতিনিধি:
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টাসহ দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সোনাগাজী উপজেলা যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে সোনাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাপুর বাজারের জিরোপয়েন্টে শান্তি সমাবেশ করে। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন।
আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন শাহীন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ূব নবী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য
রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.নাছির উদ্দিন বাহার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগের সভাপতি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ উন্নয়ন ও সমৃদ্ধি চায়। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন এবং মানুষ নিরাপদে বসবাস করে। আর বিএনপি তথা স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ক্ষমতা গেলে দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের শান্তি বিনষ্ট করবে এবং উন্নয়ন ব্যাহত করবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন