শহর প্রতিনিধি:
ফেনীতে বিসিএস শিক্ষা ক্যাডারদের পদোন্নতি জটিলতা নিরসন, নতুন পদ সৃষ্টি, পে স্কেল সমস্যার সমাধানসহ শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য দ্রুত নিরসনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিসিএস শিক্ষক নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ফেনী জেলা ইউনিটের আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি পুরণ না হলে ফের কর্মবিরতির হুশিয়ারি জানিয়েছেন শিক্ষকরা।
ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফেনী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও সরকারী টিচার্স ট্রেণিং কলেজের সহকারি অধ্যাপক মো. সেলিম সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। উপরন্তু এ পেশাকে গ্রাস করছে অনভিজ্ঞ অপেশাদাররা। তিনি বলেন, বিসিএস শিক্ষা ক্যাডারের রুলস মোতাবেক দেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষাস্তরের শিক্ষা প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা, পরিকল্পনা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম শিক্ষা ক্যাডারের কার্যপরিথি ব্যাপৃত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সংশ্লিষ্ট সকল দপ্তরে নবম গ্রেড এর উপরে সকল পদ শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত। এসব পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তা বাদে অন্য কারো পদায়নের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণের দাবি জানিয়ে আসছি। লিখিতভাবে আপত্তি জানানোর পরও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৫১২টি পদ শিক্ষা ক্যাডারে তফসিল বহির্ভূত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হয়েছে। যা বিসিএস শিক্ষা ক্যাডারের অস্তিত্বের উপর আঘাত। শিক্ষা ক্যাডারকে অন্ধকারে রেখে এই বিধি করার এখতিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই। আমরা শিক্ষা ক্যাডার বিরোধী সকল কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ বিধি বাতিলের দাবি করছি।
তিনি আরও বলেন, ন্যায্য দাবী পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। তাতেও কাজ না হলে আগামি ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার। দ্রুত এসব সমস্যা সমাধান না হলে কেন্দ্রীয় কমিটির সাথে একাত্ম হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
দ্রুত শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসন করার দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যান্য ক্যাডারে চাকরির ৫ বছর পূর্তিতে ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হলেও শিক্ষা ক্যাডারে তা দেওয়া হচ্ছে না। অনেকেই একই পদে ৮-১৩ বছর ধরে কর্মরত। পদোন্নতি না হওয়ায় অনেককে সামাজিকভাবে অমর্যাদাকর অবস্থায় পড়তে হচ্ছে। তাই পদ সৃজন না হলে সুপার নিউমারির পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানাই।
সমিতির ফেনী জেলা ইউনিটের সভাপতি প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন, নিজের সম্মান রক্ষায় অতীতেও আমরা ৮১ দিন কর্মবিরতি পালন করেছি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষক ও শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। তবে আমরা শিক্ষায় কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে চাই না।
সংবাদ সম্মেলনে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেইন বলেন, শিক্ষা ক্যাডারে প্রাপ্যতা অনুযায়ী কখনোই পদ সৃজন করা হয়নি। ২০১৪ সালে ১২ হাজার ৪৪৪টি পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ৯ বছরেও এ পদগুলো সৃজন হয়নি। ফলে দিন দিন বাড়ছে শিক্ষক সংকট। এর প্রভাব পড়ছে পুরো শিক্ষা ব্যবস্থায়। কারণ শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা প্রদান সম্ভব নয়।
এসময় ছাগলনাইয়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সরকারি জিয়া মহিলা কলেজের জয়নুল আবেদীনসহ শতাধিক কলেজ শিক্ষক উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”