বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে কঠিন ও কঠোর নিরাপত্তার দাবী করেছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। আঘাত এলে প্রতিহতের ঘোষণাও দেন নেতারা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শহরের জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তারা এসব দাবী ও সংশয় প্রকাশ করেন।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল বনিকের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎফল কান্তি বৈদ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমল শীল, রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সমীর কর, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তপন করসহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা।
সভাপতির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পূজা মন্ডপে এবং প্রতিমায় আঘাত আসলে ছেড়ে দেয়া হবে না। চোর ধর্মের কাহিনী শোনে না। মসজিদেও চুরি হয়।
অতএব অপরাধীর কোন ধর্মীয় পরিচয় হয় না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মন্ডপ নিজেরাই রক্ষা করতে হবে।
এসময় তিনি আরো বলেন, ফেনী ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূজামন্ডপে যে উপহার দেন তা বিরল। দেশের অন্য কোথাও এমন হয় বলে আমার জানা নেই।
বিশেষ অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন, অপশক্তির সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি, থাকতে হবে। প্রতিমা পাহারা দেবেন।তিনি বলেন, এখন রাজনীতির টর্নিং সময়। পূজামন্ডপে নিরবিচ্ছিন্ন পাহারা দিতে হবে। কঠিন ও কঠোর নিরাপত্তা দিতে হবে। আমরা নিরাপত্তার গ্যারান্টি চাই। আমাদের নিরাপত্তার জন্যই নিজাম হাজারীকে টিকিয়ে রাখতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন