স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলার ১৪৭টি পূজা মণ্ডপে ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান দিয়েছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
মঙ্গলবার (৩ অক্টোবর) পৌরসভাস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের হাতে এ অনুদান তুলে দেন তিনি।
এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই৷ দেশের জনগন সকলের সমান অধিকার। শুসেন হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু সে যোগ্যতা দিয়ে রাজনীতি করছে উপজেলা চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করছে। এখানে হিন্দু বলতে কোন শব্দ নেই। তিনি বলেন, অনুদানের টাকা বেশী না কিন্তু সকল মন্দিরে এ বার্তা পৌঁছে দিতে চাই যে সবার সাথে নিজাম হাজারী আছে। আমি ২০০৮ থেকে এ অনুদান দিয়ে আসছি কোন চাওয়া পাওয়া ছাড়া।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পূজা মন্ডপে নিরাপত্তার জন্য প্রত্যেক এলাকার জনপ্রতিনিধি, যুবলীগ, ছাত্রলীগদের নিয়ে কমিটি করে দেয়া হবে। তারা সবাই মিলে একসাথে সতর্ক থেকে পূজা মণ্ডপ পাহারা দিবে। জেলায় কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এসময় দশমী ঘাটের সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, নিজাম হাজারীর হাতেই আপনারা নিরাপদ। তিনি যতদিন আছে হিন্দু সম্প্রদায়ের প্রতি সকল উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নিজাম হাজারী ক্ষমতায় আসার পর থেকে আজ ১৩ থেকে ১৪ বছর হিন্দুদের প্রতি কোন অন্যায় অত্যাচার হয় নি। তিনি ফেনীর ইতিহাসে প্রথম বারের মতো সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে শুসেন চন্দ্র শীলকে মনোনীত করে হিন্দু সম্প্রদায়কে সম্মানিত করেছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নিজাম হাজারীকে বিজয়ী করার জন্য কাজ করার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, নিজাম হাজারী একজন অসাম্প্রদায়িক ব্যক্তি।।তিনি যখন কোন দায়িত্বে ছিলেন না তার আগ থেকে ২০০৮ সাল থেকে এ অনুদান দিয়ে আসছেন। এ শিক্ষা তিনি তাঁর বাবা থেকে পেয়ে মানুষের উপকারে কাজ করছেন। তিনি মানুষকে ধর্ম দিয়ে আলাদা না করে সবার জন্য কাজ করছেন যা দেশের মধ্যে বিরল।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়,নিজাম হাজারীর পক্ষ থেকে জেলার ১৪৭ টি পূজা মণ্ডপে অনুদান দেয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১৫ টি পূজা মণ্ডপে অনুদান দেয়া হয়েছে।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার, সাইফুর রহমান সাইফু, বাহার উদ্দিন বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, বর্তমান কমিটির সহ-সভাপতি শান্তি চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, সাধারণ সম্পাদক সহদেব দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”