ফেনীতে দুর্বৃত্তদের আগুনে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি
ফেনী দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মা। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।
নিতরা হলেন, পচিঁ ফকির বাড়ির মুহাম্মদ রনি হোসেনের ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) এবং রাহাদুল ইসলাম গোলাপ (৬)। নিহত শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে দুই সন্তান এক রুমে ও অন্য রুমে তাদের মা কামরুল নাহার পলি ও রনি হোসেন ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ছেলের রুমের বিছানায় আগুন দেখে চিৎকার শুরু করে সে। পরে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে এক সন্তানের লাশ উদ্ধার করে। আহত পলি ও অন্য ছেলে গোলাপকে আহত অবস্থায় খাটের নিচেথেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে মারা যান শিশু গোলাপ। আহত পলির শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।
রনি হোসেনের দাবি, কিছুদিন আগে তাঁর পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি ও আনোয়ার তাদের এক স্বজনের লাশ দাফন করতে গেলে কথা-কাটাকাটি হয়। এর পর থেকেই তারা হুমকি দিয়ে আসছিলেন। এই বিরোধের জেরেই পেট্রোল ঢেলে তার ঘরে আগুন লাগিয়ে দুই ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান। ঘটনার পর থেকে জনি ও আনোয়ার পলাতক। এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া যায়নি।
কামরুল নাহার পলি বলেন, ছোট ছেলে গোলাপ বাঁচার জন্য রুমের খাটের নিচে আশ্রয় নেয়, আহত অবস্থায় তাকে উদ্ধার করলেও বাচাঁতে পারিনি।
প্রতিবেশী মো. নুরুল ইসলাম রাহাত বলেন, চিৎকার শুনে আমরা এখানে আসি। তাদের বাড়ির গেইট সামনে থেকে লাগানো ছিল।
ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সেখানের লোকজন আগুন নিভিয়ে পেলে। আগুনের সূত্রপাত কোথায় থেকে সেটি এখনও বলা যাচ্ছেনা। আমরা এটি নিয়ে কাজ করছি।
এদিকে আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
তিনি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”