শহর প্রতিনিধি:
লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস এর আয়োজনে এবং ফেনী লিও ক্লাবের সহযোগিতায় অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব কার্যালয় প্রাঙ্গণে ❝ফ্রি মেডিক্যাল ক্যাম্প❞ অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এম. শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন এ কে এম রফিকুল হক নিপু, ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যাহ, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর সেক্রেটারী লায়ন তাহমিনা তোফা সীমা, লায়ন্স ক্লাব অব ফেনীর ট্রেজারার লায়ন ইঞ্জিঃ বেলায়েত হোসেন মামুন, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল হক ভূঁইয়া, সদস্য লায়ন আব্দুল কাদের সম্রাট, লায়ন খোরশেদ আলম মজুমদার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মোহাম্মদ জহির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ, ভাইস প্রেসিডেন্ট লিও ইঞ্জিঃ পংকজ শর্মা, ট্রেজারার লিও খায়রুজ জামানসহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
চিকিৎসা মানুষের ৫ টি মৌলিক অধিকারের মধ্যে একটি। কিন্তু দারিদ্রতার কারণে দুঃস্থ ও অসহায় রোগীদের সঠিক চিকিৎসা সেবা পাওয়াটা বর্তমানে দুষ্কর। তাই লায়ন্স ক্লাব অব ফেনী, ফেনী গোল্ড, গ্লোরিয়াস এবং ফেনী লিও ক্লাবের এই আয়োজন।
মেডিসিন, চক্ষু, দন্ত, ও ডায়াবেটিস টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রায় ৪ শতাধিক দুঃস্থ ও অসহায় রোগী সেবা গ্রহণ করেছে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে।
রোগী দেখেছেন ডাঃ মোঃ মিনহাজ শরীফ (এমবিবিএস), কনসালটেন্ট, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাঃ মোস্তফা মহি উদ্দিন (এমবিবিএস), মেডিকেল অফিসার, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাঃ মোঃ জসিম উদ্দিন (ডিএমএফ), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাইম চক্ষু হাসপাতাল, ডেন্টিস্ট আবদুল কাদের সম্রাট (ডিএমটি), এফটিসি, ফেনী জেনারেল হাসপাতাল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”