বিশেষ প্রতিনিধি
ফেনীতে দুটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান ও ১৬টি কাছিমসহ আহাদুজ্জামান রাজু (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান রাজু খুলনার কোতোয়ালি থানার মো. আবদুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ফেনীর কাজীরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা হয়। হনুমান দুটি বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) মো. শাহাদাৎ হোসেন, ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবি উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের (খুলনা মেট্রো ব-১১-০২০৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির মালামাল রাখার বাক্স থেকে খাঁচায় বন্দি দুটি মুখপোড়া হনুমান ও চটের বস্তায় ১৬টি কাছিম উদ্ধার করা হয়। এ সময় গাড়ির সুপারভাইজার আহাদুজ্জামান রাজুকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, গাড়ির সুপারভাইজারকে গ্রেফতার করে তার নামে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
ওয়ার্ল্ড এনিমেল রেসকিউ টিমের ফেনী জেলা সভাপতি সাইমুম ফারাবী বলেন, আমরা সব সময় পুলিশ ও বন বিভাগকে সহযোগিতা করে থাকি। উদ্ধার করা প্রাণীগুলো অবমুক্ত করতে আমরা সহযোগী করছি।
ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ফেনীতে হনুমানের বসবাসের কোনো আবাসস্থল নেই। সে কারণে হনুমান দুটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”