বিশেষ প্রতিনিধি,
.
ফেনীতে কারখানা পরিদর্শনে গিয়ে হামলা ও মারধরে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাটের উপ-পরিদর্শক ও গাড়ি চালক আহত হয়েছে। খবর পেয়ে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৩৮) নামে আটক করে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ফেনী পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মৌলভী ইব্রাহীম সড়কের একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মো. বাবুল ইকবালের নেতৃত্ব রাজস্ব কর্মকর্তা মো. শাহনুর আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম, উপপরিদর্শক মো. রুবেল মিয়া, আবুল কাশেম ও তাদের গাড়িচালক মো. সাহাব উদ্দিন ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ফেনী-কুমিল্লা সড়কের জেলা তথ্য অফিসের বিপরীতে অবস্থিত আমিন ব্রাদার্স অ্যালোমুনিয়াম ফ্যাক্টরি পরিদর্শনে যান। অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা কালে ভ্যাট চালান দাখিলপত্র ক্রয় বিক্রয়ের রেজিস্টার উত্থাপনের জন্য বলেন। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমাম হোসেন ও বেলাল হোসেন তাদের সাথে অশোভন আচরণ করেন ও ডাকাত বলে চিৎকার করতে থাকে। পরিস্থিতি অনুকূলে না থাকায় কাস্টমস কর্মকর্তারা গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করলে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির কর্মচারীরা ও স্থানীয় লোকজন তাদের গাড়িতে হামলা চালায়। হামলায় কাস্টমসের উপ পরিদর্শক রুবেল মিয়া ও গাড়ি চালক সাহাব উদ্দিন আহত হন। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে ।
এই ঘটনায় ফেনী কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ ফজলে আজম বাদী হয়ে আমিন বাদ্রার্স এলুমনিয়াম ফ্যাক্টরির মালিক ইমাম হোসেন ও তার ভাই বেলাল হোসেনসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানা একটি মামলা দায়ের করেন।
আটককৃত ইমাম হোসেন দাবি করেন, তাদের ফ্যাক্টরির সামনে একটি গাড়ি এসে থামায়। সেখান থেকে ড্রাইভার নেমে এসে কাস্টমসের কথা বলে এক লক্ষ টাকা দাবি করে। এ সময় তাদের প্রতারক ভেবে স্থানীয়রা গণপিটুনি দেয়।
ফেনী কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মোঃ বাবুল ইকবাল জানান, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে যাই। এ সময় তারা আমাদের নথিপত্র না দেখিয়ে উল্টো অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমাদের উপর হামলা চালায়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গত বুধবার সন্ধ্যায় ফেনী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাতেই একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”