শহর প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে এই শ্লোগানে মুখরিত ফেনীর রাজপথ।
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা এই শ্লোগান দেয়।
ফেনীর জহিরিয়া মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী বড় জামে মসজিদের সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া। সমাবেশে অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ এর সঞ্চালনায় ও সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেন,দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। এ অবস্থায় ইসরাইলের দুর্ভেদ্য প্রতিরক্ষাব্যবস্থার অহঙ্কারকে গুঁড়িয়ে দিয়ে মুক্তিকামী ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিতে নতুনভাবে যে মিশন শুরু করেছে আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। তিনি ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান।
জেলা উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু বলেন, বিশ্ববাসীর কাছে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে, ‘স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না’। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী বিশ্ববাসী ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার অর্জন, সম্মানজনক জীবনলাভের সংগ্রামে, তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়’ ফিলিস্তিনি জনগণের পাশে আমরা অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকবো।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ শিশির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সালা উদ্দিন, সদস্য হাফেজ হিজবুল্লাহ, সদস্য মোজাম্মেল হক ফারুক ফরায়েজী, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি সালাহুদ্দিন আইয়ুবি,সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকানসহ তৃনমুল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”