শহর প্রতিনিধি:
আগামী নির্বাচনের আগে যুবলীগকে আরও সুশৃঙ্খল ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ফেনীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা যুবলীগের আয়োজনে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।
এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন,
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা প্রমুখ। এসময় জেলা যুবলীগের সহ-সভাপতি মো: জিয়াউল আলম মিস্টার, মোস্তাফিজুর রহমান সুমন, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বাবলু, দাগনভূঁঞা উপজেলা সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলার প্রত্যেকটি উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক,বিভিন্ন ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,
ঘরে ঘরে যুবলীগের কর্মী তৈরি করার লক্ষ্যে সদস্য সংগ্রহ কর্মসূচি পালনের পাশাপাশি আগামী ৩ মাস যুবলীগের নেতাকর্মীদের আরও কর্মঠ হতে হবে। ঘর থেকে বের হতে হবে এই ৩ মাস ঘুমাবেন না, ঘরে যাবেন না, সার্বক্ষণিক রাজপথ আর জনগণের কাছে থাকতে হবে। এটা আমাদের পবিত্র দায়িত্ব। বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বঙ্গবন্ধুকন্যাকে ক্ষমতাচ্যুত করার জন্য। কিন্তু দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাই যুবলীগ নেতাকর্মীরা সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। কোন দেশ পক্ষে এলো, কোন দেশ বিপক্ষে গেল এটা বিবেচ্য বিষয় নয়, জনগণ আমাদের পক্ষে আছে কি না সেটাই বিবেচ্য বিষয় এবং সেই পথেই হাঁটতে হবে। জনগণের শক্তির কাছে কোনো পরাশক্তিই শক্তি না। জনগণের ক্ষমতার কাছে কোন ষড়যন্ত্রই আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”