সদর প্রতিনিধি:
ফিলিস্তিনে নারী, শিশু ও নিরীহ জনগণের উপর সন্ত্রাসী ইসরাইল কর্তৃক নির্মম ও বর্বর হামলার প্রতিবাদে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী, রতনপুর তার পার্শ্ববর্তী এলাকার ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মঙ্গলবার বিকালে বিরলী বাজার চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিরলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি তৈয়্যব সুলতানী সাহেব।
মাওলানা মুফতি নিজামুল ইসলাম সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ তৃতীয়তম মসজিদ বাইতুল মুকাদ্দাস। সেই মসজিদে মুসলমানেরা স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করতে পারে না। সন্ত্রাসী ইসরাইল তথা ইহুদীরা দীর্ঘদিন যাবত সেই মুসলমানদের প্রাণের কেন্দ্রস্থল মসজিদে আকসা দখল করে রেখেছে এবং ফিলিস্তিনের নারী, শিশু ও নিরীহ মুসলমানদের উপর এই সন্ত্রাসী ইসরাইল নির্মম ভাবে জুলুম করে যাচ্ছে। সেই ন্যায্য দাবি আদায় করার লক্ষ্যে আজ বিশ্ব মুসলিম জেগে উঠেছে। প্রয়োজনে মুসলমানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বে এবং বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে নিবে,ইনশাআল্লাহ।
উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ উল্লাহ শাহ আলম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মুঈন উদ্দিন, মাওলানা হাফেজ হাসান, মাওলানা আনিসুল হক সুলতানী,মাওলানা আব্দুল্লাহ নাসিম ও হাফেজ আরমান হোসাইন।
এলাকার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন চেয়ারম্যান, কামাল মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে অসংখ্য ধর্মপ্রান মুসলমান বিরলী বাজার থেকে রতনপুর হাই স্কুল পর্যন্ত আবার রতনপুর হাই স্কুল থেকে বিরলী বাজার পর্যন্ত এ দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করেন। সর্বশেষ সভাপতির বক্তব্য ও আখেরি দোয়া পরিচালনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”