বিশেষ প্রতিনিধি
ফেনী জেলা জজ আদালতের একটি আমলী আদালতের এজলাস কক্ষের অভ্যন্তরে বাদী ও বিবাদী পক্ষের কথা কাটাকাটি, হাতাহাতি ও মারামারি ও ভাংচুরের ঘটনা গড়ে। এ সময় ২ পক্ষের ধাক্কা-ধাক্কিতে আদালতের একটি গ্লাস ভেঙ্গে যায়। পরে বাদী ও বিবাদী উভয়পক্ষের ২ জনকে দন্ডবিধির ৩৪ ধারায় ৩ দিন করে কারাদন্ড দিয়ে ফেনী কারাগারে পাঠানো হয়। তারা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ও আসামি পক্ষের মোশাররফ হোসেন (৫৫) এবং একই গ্রামের বাসিন্দা- বাদী পক্ষের এমরান হোসেন (২৮)।
আদালত, মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবি সুত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলাদীন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালামের সাথে একই গ্রামের মোশাররফ হোসেন গংদের জমিজমা সংক্রান্ত বিরোধে
ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোহাম্মদ শাফায়েতের আমলি আদালতে
একটি মামলা চলছিল ছিল। আজ মঙ্গলবার বিকেলে ঐ মামলার বাদী পক্ষের আদালতে স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য ছিলো। আসামিরাও আদালতে হাজীর ছিলেন। স্বাক্ষ্য গ্রহণের ঠিক পূর্ব মুহূর্তে বাদী পক্ষের একজন লোক অন্য একজনকে মুঠোফনে কথা বলার সময় আসামী পক্ষের লোকজনের উদ্দেশ্যে কটাক্ষ্য করে কথা বলেন। মুঠোফোনের কটাক্ষ্য আসামী পক্ষের লোকজন শুনতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক, হাতাহাতি, ধাক্কা-ধাক্কি ও মারামারি শুরু হয়। ঐ ধাক্কা ধাক্কির পর্যায়ে একজন ধাক্কা খেয়ে আদালতের এজলাসের গ্লাসের উপর পড়ে, এতে আদালতের একটি গ্লাস ভেঙ্গে যায়। আদালতের এজলাস কক্ষে এ ধরনের মারামারির ঘটনায় তাৎক্ষণিকভাবে আদালতের কর্মচারি ও সেখানে অবস্থিত পুলিশ সংঘর্ষরত উভয় পক্ষকে আটক করেন। পরে তাদের ২ জনকে ফেনীর জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেকুর রহমান দন্ডবিধির ৩৪ ধারায় তাদের ২ পক্ষের ২ জন মোশাররফ হোসেন ও এমরান হোসেনকে ৩ দিন করে কারাদন্ডেরর আদেশ দিয়ে ফেনী কারাগারে প্রেরণ করেন।
বাদী পক্ষের আইনজীবি সমীর কর ও আসামী পক্ষের আইনজীবি মাসুদ আলম আদালতের এজলাস কক্ষে ২ পক্ষের হাতাহাতি, মারামারি ও দন্ডবিধির ৩৪ ধারায় তিন দিন করে দন্ডাদেশ দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন