বিশেষ প্রতিনিধি
আল্লাহ শেখের বেটি হাসিনাকে হাজার বছর হায়াত দান করুক, আগে ভাতা পাইতাম না, গত পাঁচ বছর হল ভাতা পাই, স্বামী সন্তান হারিয়ে যখন অর্থনৈতিক সংকটে রোগে শোকে কাতর হয়ে পড়ি , তখন স্থানীয় মেম্বারের মাধ্যমে বয়স্ক ভাতার জন্য আবেদন করি এবং এখন প্রতি মাসে ৬০০ টাকা করে বয়স্ক বাতা পাই, এভাবেই বলছিলেন বয়সের বারে নুয়ে পডা ৭৫ বছর বয়সী ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের কাসেমপুর গ্রামের হোসনে আরা বেগম। এভাবেই কথা বলছিলেন হাজারো ভাতাভোগী । সবাই দুইহাত দোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। এবং স্থানীয় এমপি শিরিন আক্তারের কাছে প্রতিশুতি দেন আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।
গতকাল শুক্রবার ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশু উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত প্রকল্পের মাধ্যমে রাধানগরের প্রত্যক্ষ উপকার ভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাঈমুল হাসান জুয়েল , জেলা জাসদ সভাপতি আলহাজ্ব নূরুল আমিন।
শিরীন আক্তার বলেন, আপনারা যদি সামনের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের ভাতা নিয়মিত চালু থাকবে, আর যদি না করেন তাহলে ভবিষ্যতে অন্য কেউ ক্ষমতা এলে এই ভাতা বন্ধ করে দিবে। শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে আগামীতে এ ভাতা আরো বৃদ্ধি করা হবে। তাই আপনারা সবসময় শেখ হাসিনারকে দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে আবার নির্বাচিত হতে পারেন।
উল্লেখ্য, ছাগলনাইয়া রাধানগরে বয়স্ক ভাতা পাচ্ছেন ৮৭৫ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩৮৪ জন, বিধবা ভাতা পাচ্ছেন ৩৭২ জনসহ মোট ১৬৩১ জন ভাতা পাচেছন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন