বিশেষ প্রতিনিধি,
.
বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ না করেই উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে কারাখানা সিলগালা জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলায় আজিজ ফাজিলপুর এলাকায় ড্রিংকিং ওয়াটার পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করেই করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার নেতৃত্ব অভিযান চালায়।
.
বিএসটিআই জানান, জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারখানায় বিএসটিআই থেকে ড্রিংকিং ওয়াটার পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি করার সত্যতা পাওয়া যায়। অভিযানকালে কারখানার মালিক ও কর্মচারীদের পাওয়া না গেলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রবিধানমালা-২০২২ এর ২৬ ধারা মোতাবেক কারখানাটি সীলগালা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম), এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও দাগনভূঞা থানা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান বলেন, জমজম কারখানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাইসেন্স বিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশের সকল কারখানার বিরুদ্ধে জনস্বার্থে অভিযান চলমান থাকবে। তিনি বলেন, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে জারের পানি পানে আমাদের সচেতন হতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”