মসজিদের নিচতলায় রয়েছে কার পার্কিং, মরদেহ ধোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র ও প্রতিবন্ধী কর্নার। দ্বিতীয় তলায় রয়েছে মূল নামাজের স্থান, মিটিং হল, অফিস স্পেস, খোলা জায়গা, মৃতদেহের কফিন রাখা ও জানাজার নামাজের স্থান। তৃতীয় তলায় রয়েছে পুরুষ ও মহিলাদের আলাদা নামাজের স্থান, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকদের বাসস্থান, অতিথি খানা, সাধারণ স্টাফদের অফিস রুম, অজুখানা ও টয়লেট
বিশেষ প্রতিনিধি>>
ফেনী জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি থেকে ভার্চুয়ালি ফেনীসহ ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় শর্শদি ইউনিয়নের ফতেহপুর এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়। ২ হাজার ৩৬০ বর্গ মিটারের ৪ তলা বিশিষ্ট ভবনে ব্যাপক নির্মাণ শৈলী আবৃত এ মসজিদটি যে কারোই নজর কাড়বে। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর দানকৃত ৪৩ শতাংশ জমির উপর ১৫ কোটি টাকা ব্যয়ে মেসার্স আরএসসিএল এ- আরএফ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদটি নির্মাণ করেছে।
ফেনীস্থ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মুহাম্মদ নিয়ামত উল্লাহ জানান, বর্তমান সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় জেলা, উপজেলা পর্যায়ে এ ধরনের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মিত হচ্ছে। মডেল মসজিদের রয়েছে ১০ তলা বিশিষ্ট মিনার, অর্নামেন্ট গ্লাস, মসজিদের মাঝ বরাবর গম্বুজ, ঝাড়বাতি, এয়ারকন্ডিশন ও কিতাব সেলফ এবং সম্মুখে প্রশস্ত জায়গা রয়েছে।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মসজিদের নিচতলায় রয়েছে কার পার্কিং, মরদেহ ধোয়ার ঘর, প্রতিবন্ধীদের নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র ও প্রতিবন্ধী কর্নার। দ্বিতীয় তলায় রয়েছে মূল নামাজের স্থান, মিটিং হল, অফিস স্পেস, খোলা জায়গা, মৃতদেহের কফিন রাখা ও জানাজার নামাজের স্থান। তৃতীয় তলায় রয়েছে পুরুষ ও মহিলাদের আলাদা নামাজের স্থান, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকদের বাসস্থান, অতিথি খানা, সাধারণ স্টাফদের অফিস রুম, অজুখানা ও টয়লেট ইত্যাদি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”